বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বিয়ানীবাজার উপজেলার গহেলাপুর প্রথম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আসলাম হোসেন উপজেলার দুবাগ এলাকার গজুকাটা গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) গজুকাটা বিওপি কমান্ডারের নেতৃত্বে বিয়ানীবাজার থানার গহেলাপুর প্রথম ব্রিজ (জামালের বাড়ীর সামনে) অভিযান চালিয়ে ৫ জন যাত্রীবহনকারী অটোরিকশা থামিয়ে তল্লাশি করে। এ সময় পালানোর চেষ্টা করলে আসলাম হোসেনকে আটক করে বিজিবি। পরে আটক ব্যক্তির পকেট ও সিএনজিতে তল্লাশি করে ৮১টি পলিথিনের প্যাকেট থেকে ৯ হাজার ৩৮০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
এদিকে বিজিবির উপস্থিতির টের পেয়ে আরও ৪ জন ব্যক্তি পালিয়ে যায়। তারা হলেন— দুবাগ এলাকার গজুকাটা গ্রামের মো. আলম হোসেন, মো. আব্দুস সামাদ, আব্দুস সালাম ও আব্দুর রাজ্জাক বটলা।
আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরে দুই বোন আটক, পাকস্থলীতে মিলল ইয়াবা
পলাতক আসামি আব্দুস সামাদ এবং আব্দুস সালামের বিরুদ্ধে ভারতের গুপ্তচর হয়ে বিএসএফের কাছে তথ্য পাচার করার অভিযোগ রয়েছে বলে জানান বিজিবি।
বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান বলেন, ‘সীমান্ত এলাকায় মাদকের প্রবাহ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে ও ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে।’