সিলেটের কোম্পানীগঞ্জে জমি বিরোধের জেরে এক যুবকের কব্জি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।
সোমবার (২ জানুয়ারী) বিকালে উপজেলার কাঁঠালবাড়ী বিলে হেলাল আহমদ (৩৫) নামের ব্যক্তির কব্জি বিচ্ছিন্ন করা হয়।
স্থানীয়রা জানান, পূর্ব কাঁঠালবাড়ী গ্রামের দুইভাই জসিম উদ্দিন ও আব্দুল হাসেম মিয়ার ছেলেদের মধ্যে জমি নিয়ে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ১৩ জন আহত হয়। গুরুতর আহত হন হেলাল আহমদ (৩৫), ইসলাম উদ্দিন (২৫), সাগর মিয়া (২৪), আহম্মদ আলী (৩৫) ও আরিফুল ইসলাম (২৬)।
তারা আরও জানায়, সংঘর্ষে দায়ের কোপে আরিফুল ইসলাম মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং হেলাল আহমদের এক হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এজন্য হেলাল আহমদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
আরও পড়ুন: জমির বিরোধের জেরে স্বামীর ভাইকে হত্যা করল স্ত্রী
এ ঘটনায় আব্দুল হাসেমের ছেলে খুর্শেদ মিয়া (৫৫) ও তারা মিয়াকে(৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। সংঘর্ষে ব্যবহৃত লাঠিসোটা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, দুইজনকে চিকিৎসাধীন অবস্থায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ আসেনি।