ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ইউপি সদস্য পিয়াস দাস গ্রেপ্তার হয়েছেন।
তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা থাকায় ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে থানা পুলিশের হাতে বুঝিয়ে দেয়।
গ্রেপ্তার পিয়াস (৩৪) সদর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।
আখাউড়া ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ গ্রামের পিযূষ দাসের ছেলে পিয়াস ভারতে যাওয়ার জন্য বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনে আসেন।
শ্রীঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের রিকুইজিশন মূলে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ৮ অক্টোবর তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় করা মামলায় তিনি ১ নম্বর আসামি।
আরও পড়ুন: সাবেক এমপি শেখ আফিলসহ ২০ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, আটক ৫