পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জোর দিয়ে বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সদিচ্ছা ও চমৎকার সম্পর্ক থাকা সত্ত্বেও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বিব্রতকর অবস্থায় রয়ে গেছে।
মঙ্গলবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা সাক্ষাৎ করতে গেলে তিনি বিষয়টি দেশটির প্রাসঙ্গিক সংস্থার কাছে তুলে ধরার আহ্বান জানান।
‘ভালো প্রতিবেশীর’ প্রমাণ হিসেবে তিস্তার পানিবণ্টন চুক্তি এবং অন্যান্য অভিন্ন নদীর পানির সম বণ্টন চুক্তির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী তার আশাবাদ পুনর্ব্যক্ত করেন।
এর আগে দু’দেশের সমঝোতার মাধ্যমে অনেক অসামান্য সমস্যার সমাধানের কথা স্মরণ করেন ড. মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক সুবিধার জন্য দু’দেশের মধ্যে শক্তিশালী ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির ওপর জোর দেন। তিনি দু’দেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে মুজিবনগর থেকে কলকাতাকে সংযোগকারী ‘স্বাধীনতা সড়ক’ নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারতীয় পক্ষের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: রাষ্ট্রপতি কোবিন্দের বাংলাদেশ সফর দ্বিপক্ষীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ: ভারত
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে ভালো বন্ধু। চলমান কোভিড-১৯ মহামারিতেও উভয় পক্ষই চলমান সহযোগিতা ও উচ্চ পর্যায়ের সম্পৃক্ততার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।