সুনামগঞ্জের একটি আদালত বৃহস্পতিবার ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
আসামিদের উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বিশ্বম্ভরপুর উপজেলার আনোয়ার হোসেন খোকন, তাহিরপুর উপজেলার শফি উল্লা, সাইদুর রহমান ও শফিউল এবং ছাতক উপজেলার ইকবাল হোসেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালে আনোয়ার তাহিরপুরের লাউড়েরগড় এলাকায় এক কলেজ ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে।
আরও পড়ুন: যশোরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
পরে শফি উল্লাহ, সাইদুর ও শফিউল আনোয়ারের হাত-পা বেঁধে রাখে। তারা পালাক্রমে ছাত্রীকে ধর্ষণ করে এবং তা ভিডিও করে অনলাইনে পোস্ট করে।
পরে তাহিরপুর থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করেন ওই তরুণী। এদের মধ্যে বৃহস্পতিবার চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অন্য চারজনকে অভিযোগ থেকে খালাস দেয়া হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত না হওয়ায় বাকি তিনজনের নাম চার্জশিট থেকে বাদ দেয়া হয়।
এছাড়াও, ২০১২ সালের ১৭ মার্চ ছাতক উপজেলা থেকে ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ করে ইকবাল ও জয়নাল আবেদীন। মামলার অভিযোগে বলা হয়েছে যে কিশোরীকে সিলেটে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে আসামিরা।
বৃহস্পতিবার জয়নালকে যাবজ্জীবন ও ইকবালকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত।
আরও পড়ুন: নাটোরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১