বাংলাদেশে কোরিয়ানদের অ্যাসোসিয়েশন এবং কোরিয়ার জাতীয় ঐক্যবদ্ধকরণ উপদেষ্টা কাউন্সিলের বাংলাদেশ শাখা সুবিধাবঞ্চিত মানুষ ও পরিবারকে সহায়তার জন্য এক কোটি টাকা মূল্যের পোশাক, কম্বল, চাল, ময়দা, রান্নার তেল, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেছে।
আরও পড়ুন: কোরিয়ায় প্রথম মিনু পুরস্কার পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত মামুন
ঢাকা উত্তর সিটি করপোরেশনে কোরিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি রিউ ইয়ং-ওহ এবং জাতীয় ঐক্যবদ্ধকরণের দক্ষিণ এশীয় শাখার চেয়ারম্যান ইউন হির উপস্থিতিতে এক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কোরিয়ান দূতাবাসের কাউন্সেলর কিম চোল-সাং, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও সিইও মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: করোনা আতঙ্কে দক্ষিণ কোরিয়ার দূতাবাস সাময়িক বন্ধ
কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট অভূতপূর্ব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে কোরিয়ান অ্যাসোসিয়েশন আশা করে যে এ অনুদান কোভিড-১৯ মহামারিতে আক্রান্ত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সহায্যে কাজে আসবে।
কোরিয়ান অ্যাসোসিয়েশনের দেখানো বন্ধুত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়র আতিকুল বলেন, অনুদান সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য এক বিশাল সহায়তা।
আরও পড়ুন: সাইবার নিরাপত্তায় একসাথে কাজ করবে বাংলাদেশ-কোরিয়া
বাংলাদেশের টেকসই উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে কোরিয়ান সহযোগিতা বৃদ্ধির আশা ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন: করোনা মোকাবিলা: মুগদা হাসপাতালকে সহায়তা করছে কোরিয়ান সংস্থা