পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন করতে সব রাজনৈতিক দলের অঙ্গীকার অপরিহার্য।
বুধবার তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
আরও পড়ুন: নির্বাচনের আগে সংলাপের প্রয়োজন নেই, পদ্ধতি অনুসরণ করতে হবে: মোমেন
তিনি বলেন, যদি তারা (সব রাজনৈতিক দল) এমন অঙ্গীকার দেয়, তবেই আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি।
বাংলাদেশের নির্বাচনী বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন-জাপান ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক ধরনের ‘পরিবর্তিত’ সুর উল্লেখ করে সরকার কোনো আলোচনায় পৌঁছেছে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন এ মন্তব্য করেন।
মোমেন বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন এবং নির্বাচন নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে সক্রিয় থাকতে হবে।
তিনি আরও বলেন, সরকারের অন্য দেশের কোনো পরামর্শের প্রয়োজন নেই।
মোমেন বলেন, যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর নির্বাচনে দুর্বলতা দেখেছে তখন সকলেরই বাংলাদেশের নির্বাচনে ভোটারদের ভোটদান নিয়ে গর্ব বোধ করা উচিত
এর আগে পররাষ্ট্রমন্ত্রী মোমেন ১২-১৩ মে অনুষ্ঠিতব্য ষষ্ঠ ভারত মহাসাগর সম্মেলনের বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন।
আরও পড়ুন: বাংলাদেশকে ৩০ বিলিয়ন ইয়েন সহায়তার আশ্বাস জাপানের: মোমেন
বাংলাদেশিরা অন্য দেশে চলে যাওয়ায় রোমানিয়া অসন্তুষ্ট: মোমেন