বিদ্যুতের নিরাপদ সঞ্চালন নিশ্চিত করতে আগামী সেপ্টেম্বর মাসে থেকে ধানমন্ডি এলাকার সকল বিদ্যুৎ সংযোগের তার মাটির নিচ দিয়ে নেওয়ার ব্যাপারে কাজ শুরু করবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। ডিপিডিসির মেগাপ্রকল্প হিসেবে প্রাথমিকভাবে ধাণমন্ডি এলাকায় এই কাজ শুরু হতে যাচ্ছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, ‘মঙ্গলবার একটি সভায় আমরা সেপ্টেম্বরে কাজ শুরু করার ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছি।’
আরও পড়ুনঃ বিটিসিএলকে টেলিযোগাযোগ সেবা সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর
তিনি বলেন, ধানমন্ডি এলাকায় রাস্তা খননের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অনুমতির অপেক্ষায় রয়েছে সংস্থাটি। ধানমন্ডিতে পাইলট প্রকল্পের ভিত্তিতে এই কাজ শুরু হবে।
ইউএনবিকে বিকাশ দেওয়ান জানান, ডিএসসিসি মেয়র এই প্রকল্পের ব্যাপারে খুব ইতিবাচক হওয়ায় আশা করা হচ্ছে খুব শিগগিরই এ ব্যাপারে অনুমতি পাওয়া যাবে।
ডিপিডিসিএর এই কর্মকর্তা আরও জানান ধানমন্ডি প্রকল্পের অধীনে ১৯০ কিলোমিটার এলাকার মাথাও ওপরের বিদ্যুতের তারগুলি ভূগর্ভে নেওয়া হবে।
আরও পড়ুনঃ ইন্টারনেট, ক্যাবল টিভি সেবা বন্ধের কর্মসূচি স্থগিত