বেক্সিমকোর সাথে যোগাযোগের বরাত দিয়ে একজন কর্মকর্তা বলেন, সেরাম ইনস্টিটিউটের রবিবার দেয়া বিবৃতি বাংলাদেশের সাথে চুক্তিতে কোনো প্রভাব ফেলবে না।
আরও পড়ুন: করোনার ভ্যাকসিন কিনতে ভারতের সেরাম ইন্সটিটিউটের সাথে সরকারের চুক্তি
কোভিড-১৯ ভ্যাকসিন: ভারতের সেরাম ইনস্টিটিউটে বিনিয়োগ করবে বেক্সিমকো ফার্মা
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ বাংলাদেশ একটি অগ্রাধিকার তালিকায় রয়েছে।
সেরাম ইনস্টিটিউটের সাম্প্রতিক এক বিবৃতিতে স্পষ্টতই বিভ্রান্তি তৈরি হয়েছে। যেখানে তারা জানিয়েছে ভারতের আভ্যন্তরীণ চাহিদা পূরণের পর অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকা কোভিড-১৯ টিকা রপ্তানি করবে।
আরও পড়ুন: বিশ্বব্যাপী কোভিড আক্রান্ত সাড়ে ৮ কোটি ছাড়াল
ভারতে অনুমোদন পেল করোনার দুই ভ্যাকসিন
এর আগে জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরুতে এই টিকার ৩০ মিলিয়ন ডোজ পাওয়ার জন্য বেক্সিমকো ফার্মার মাধ্যমে ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করে বাংলাদেশ সরকার।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন আজ গণমাধ্যমের কাছে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বলে জানা গেছে।
আরও পড়ুন: ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দিল জাতিসংঘ স্বাস্থ্য সংস্থা