সৌদি আরবের জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল ইউনিয়নের ভূঁইয়ারা গ্রামের মো. মোজাম্মেল হোসেন (২৭) নিহত হয়েছেন।
মোজাম্মেল ওই গ্রামের সফিকুল ইসলামের বড় ছেলে।
স্বজনরা জানায়, বুধবার বাংলাদেশ সময় বিকেলে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। বর্তমানে তার লাশ জেদ্দা শহরের এক হাসপাতালের হীমঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে।
এদিকে পরিবারের বড় ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে মা- বাবা শোকে কাতর হয়ে মূর্ছা যাচ্ছেন। পাশাপাশি তার বাড়িতে পরিবার ও নিকট আত্মীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
নিহতের ভাই মো. রাসেল ইউএনবিকে জানান, চার ভাই বোনের মধ্যে মোজাম্মেল হোসেন সবার বড়। ভাগ্যের চাকা ঘুরানোর জন্য প্রায় তিন বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। মৃত্যুর দুই ঘন্টা আগেও মোজাম্মেল দেশে পাঠানোর জন্য মালামাল কিনে বাসায় রেখেছে এমন কথা বলেছিলেন মা -বাবা ও ছোটদের। আগামী ইদে তার বাড়ি আসার কথা ছিল। তার লাশ দেশে ফেরত আনতে সৌদি দূতাবাসসহ বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন তার শোকাহত মা বাবা ও স্বজনরা।
এলাকার নব নির্বাচিত চেয়ারম্যান হাবিব মজুমদার জয় ইউএনবিকে এ সংবাদ নিশ্চিত করে জানান, এ ব্যাপারে যে কোন সহযোগিতা দিতে আমরা প্রস্তুত।
ওদিকে জানুয়ারিতে ফরিদগঞ্জের চির্কা চাঁদপুর ছৈয়াল বাড়ির কুয়েত প্রবাসী মো. দুলাল ছৈয়ালের একমাত্র ছেলে মো. নূরনবী শাকিল (২৫) সৌদি আরবের আবা শহরে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। দুর্ঘটনাটি ঘটে ৯ জানুয়ারি রবিবার বাংলাদেশি সময় রাত ১০টায়। পরে হাসপাতালে তিনি মারা যান। তার বাড়িতেও চলছে শোকের মাতম।