দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮ ব্যাচের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাঁশেরহাট এলাকার ব্লুমুন নামক একটি ছাত্রাবাসের একটি কক্ষ থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত শিক্ষার্থীর নাম মিজানুর রহমান পলাশ। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়। বাবা গাজীপুরে সমরাস্ত্র কারখানায় কর্মরত বলে বর্তমানে তার পরিবার গাজীপুরে বাস করে।
ব্লুমুন মেসের মালিক রেজাউল ইসলাম জানান, মেসের অন্য এক ছাত্রের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে বন্ধ দরজা ভিতরে কক্ষের সিলিং ফ্যানে লাশ ঝুলতে দেখতে পেয়েছেন তিনি।
আরও পড়ুন: গুলশানে এরশাদ শিকদারের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ জানান, মিজানুর রহমান পলাশ ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮ ব্যাচের ছাত্র। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে রাতেই থানা পুলিশে খবর দেয় ছাত্রাবাসের অন্যান্য শিক্ষার্থীরা।
ওই শিক্ষার্থীর পরিবারের লোকেরা জানায়, ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত এক ছাত্রীর সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে মোবাইলে বাকবিতণ্ডার জেরে অভিমানে আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন তারা। ময়নাতদন্ত শেষে লাশ তার গ্রামের বাড়ী সিরাজগঞ্জে দাফন করতে নিয়ে গেছেন তার পরিবারের স্বজনেরা।
কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে রাত ১টার দিকে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, শনিবার দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে তুলে দেয়া হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার