অনুপ্রবেশের অভিযোগে দেড় বছর সাজাভোগের পর মঙ্গলবার সকালে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে মো. তরিকুল ইসলাম (২৮) নামে এক ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের উপস্থিতিতে ভারতীয় হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
তরিকুল ইসলাম ভারতের উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার গেন্দাগছ গ্রামের আব্দুর রহমানের ছেলে।
হিলি ইমিগ্রেশন পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. মোতালেব হোসেন জানান, তরিকুল ইসলাম ২০১৮ সালের ২৭ জুন পঞ্চগড়ের তেঁতুলিয়ার ভজনপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। পাসপোর্ট, ভিসা না থাকায় স্থানীয় লোকজন তাকে বিজিবি সদস্যদের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে তার বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় মামলা দায়ের করেন। পরে আদালত তাকে ১ মাস ২০ দিনের কারাদণ্ড দেন।
দুদেশের আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে তাকে ভারতে হস্তান্তর করা হয়।