সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১০ ডিসেম্বর দলীয় সমাবেশের আগে বিএনপি সহিংসতা করছে এবং এর পেছনের কারণ কি, তারা তা জানেন।
বুধবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক জনসভায় তিনি এসব কথা বলেন। কক্সবাজার আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা কেন নয়াপল্টনে সমাবেশ করতে চায়, তার আসল কারণটা আমরা জানি। যাতে তারা পার্টি অফিসে আশ্রয় নিতে পারে, অস্ত্র ব্যবহার করতে পারে এবং সেখান থেকে অগ্নিসংযোগ করতে পারে।’
আরও পড়ুন: বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ: ভেন্যু সমস্যার সমাধানে আশাবাদী ওবায়দুল কাদের
তিনি বলেন, আমরা শুনেছি আজ নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনে বিএনপির লোকজন পুলিশের ওপর হামলা করেছে।
তবে বিএনপি বলেছে, বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘বর্বর’ পুলিশি হামলা ও দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার সব শহর ও জেলা শহরে বিক্ষোভ করবে।
উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর ১০টি বিভাগীয় শহরে ধারাবাহিক জনসভার ঘোষণা দেয় বিএনপি। গত ১২ অক্টোবর চট্টগ্রামে প্রথম সমাবেশের মাধ্যমে সমাবেশ শুরু করে দলটি।
আগামী ১০ ডিসেম্বর ঢাকা মহানগরীতে গণসমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় সমাবেশ শেষ করবে বিএনপি।
আরও পড়ুন: বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশকে মানুষ ভয় পায়: ওবায়দুল কাদের
স্মার্ট বাংলাদেশ: আ.লীগের নির্বাচনী স্লোগান প্রকাশ করলেন কাদের