এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘দেশের চিকিৎসকরা যথাযথ ব্যক্তিগত সুরক্ষা ছাড়াই করোনাভাইরাসের সাথে নিরলসভাবে লড়ে যাচ্ছেন। রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে দুই শ’র বেশি চিকিৎসক ইতোমধ্যে এ ভাইরাসে সংক্রামিত হয়েছেন।’
এছাড়াও অনেক চিকিৎসককে আইসোলেশন বা কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানায় ড্যাব।
বিএনপি সমর্থিত চিকিৎসকদের ফোরাম ড্যাব চিকিৎকদের জন্য ঘোষিত প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজের প্রশংসা করে বলে, এটি সংকটের সময়ে জাতির জন্য তাদের অবদানের একটি স্বীকৃতি।
তবে, তারা চিকিৎসা ও স্বাস্থ্যকর্মীদের অব্যাহতি প্রদান এবং বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে বেতন কমানোর বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন মারা গেছেন। এখন মোট মৃত্যুর সংখ্যা ১০১ হয়েছে। সেই সাথে, এক দিনের ব্যবধানে এখন পর্যন্ত রেকর্ড ৪৯২ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৯৮৪ জনে।