বঙ্গোপসাগরে এক জেলের জালে একটি ভোল মাছ ধরা পড়েছে। ২৮ কেজি ওজনের ওই ভোল মাছটি আট লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছের প্রতি কেজির দাম পড়েছে ৩১ হাজার ২৫০ টাকা।
বঙ্গোপসাগরে গভীরে ৪নং বয়া এলাকায় জাল ফেলতেই জেলে সবুর সিকদারের জালে মাছটি ধরা পড়ে। তার বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামে।
সুন্দরবন বিভাগ জানান, ভোল মাছ গভীর সাগরে বিচারণ করে থাকে। চলতি বছরে জেলেদের জালে বিভিন্ন ওজনের ২৫টি ভোল মাছ ধরা পড়েছে। প্রতিটি ভোল মাছ দুই লাখ টাকা থেকে প্রায় নয় লাখ টাকায় বিক্রি হয়েছে।
দুবলারচরে রামপালের মাছ ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক মো. আবু তাহের শুক্রবার সন্ধ্যায় জানান, দুবলারচর থেকে প্রায় ৪০ কিলোমিটার গভীরে ৪নং বয়া এলাকায় সাগরে জেলের জালে সামুদ্রিক একটি ভোল মাছ ধরা পড়েছে। সোমবার ওই মাছটি ধরার পরার পর জেলে মাছটি বিক্রি করার জন্য দুবলায় নিয়ে আসে। ৮ লাখ ৭৫ হাজার টাকায় মাছটি বিক্রি হয়েছে।
আরও পড়ুন: আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু
তিনি আরও জানান, খুলনার মাছ ব্যবসায়ী মাসুম আলী ওই ভোল মাছটি কিনেছে।
সুন্দরবন পূর্ব বিভাগের দুবলা ফরেস্ট ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, সামুদ্রিক ভোল মাছ অনেক মূল্যবান। মাঝে মধ্যে জেলেদের জালে ভোল মাছ ধরা পড়ে। পোয় প্রজাতির এই মাছটি কৈয়া ভোল নামে বেশি পরিচিত।
ক্রেতাদের কাছে এই মাছের অনেক চাহিদা রয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. শেখ বদিউজ্জামান রাসেল জানান, সামুদ্রিক ভোল মাছের ফুসফুস দিয়ে অপারেশনের কাজে ব্যবহৃত সুতাসহ চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন সরঞ্জাম তৈরি করা হয়।
তিনি আরও জানান, এছাড়া ওই মাছ ক্রয় করার পর নানা প্রক্রিয়ার মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানের কাজে ব্যবহার উপযোগী বিভিন্ন সঞ্জাম তৈরি করা হয়।একারণে ভোল মাছের মূল্য বেশি।
আরও পড়ুন: কাঙ্খিত মাছ পেয়ে খুশি সুন্দরবনের জেলে ও ব্যবসায়ীরা