‘জলবায়ু কূটনীতিতে অসামান্য অবদানের জন্য’ যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিশ্ববিখ্যাত ডিপ্লোম্যাট ম্যাগাজিন, যুক্তরাজ্য থেকে মর্যাদাপূর্ণ ‘ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার ২০২২ অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
বৃহস্পতিবার হাইকমিশন জানিয়েছে, লন্ডনের বিল্টমোর মেফেয়ারে ২৫০ জনেরও বেশি লন্ডন ভিত্তিক কূটনীতিকের উপস্থিতিতে একটি বার্ষিক গালা কূটনৈতিক অনুষ্ঠানে লন্ডনের ডিপ্লোম্যাট ম্যাগাজিনের সম্পাদক হাই কমিশনারের কাছে এই পুরস্কার তুলে দেন।
ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড অফ দ্য ইয়ার হলো ডিপ্লোম্যাট ম্যাগাজিন ইউকে কর্তৃক প্রদত্ত একটি বার্ষিক পুরস্কার যা ১৬৫ টিরও বেশি দেশের ইউকে-ভিত্তিক দূতদের মনোনয়ন এবং ভোটের ভিত্তিতে দেয়া হয়।
এই প্রথম কোনো বাংলাদেশি কূটনীতিক যুক্তরাজ্যে এমন স্বীকৃতি পেলেন।
আরও পড়ুন: বাংলাদেশ ও শ্রীলঙ্কার একে অপরকে কৌশলগত অংশীদার হিসেবে দেখা উচিত: হাইকমিশনার
পুরস্কার প্রদানের সময় ডিপ্লোম্যাট ইউকে ভেনেটিয়া ডি ব্লক ভ্যান কুফেলারের সম্পাদক বলেন, হাইকমিশনার সাইদা মুনা তাসনিম লন্ডনে জলবায়ু কূটনীতিকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে তার অসামান্য অবদান এবং কপ-২৬ এ নেতৃত্বের জন্য স্বীকৃত হয়েছেন।