সিএইচআরআইও -এর ক্রেস্টে লেখা আছে, বাংলাদেশের জনগণের জন্য মানবাধিকার, শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ও এগুলো প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখায় খালেদা জিয়াকে মাদার অব ডেমোক্রেসি পুরস্কার দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি খালেদা জিয়া নানারকম স্বাস্থ্য জটিলতা নিয়ে চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৮১ দিন চিকিৎসা নেয়ার পর নিজ বাড়িতে ফিরে যান।
৭৬ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিসসহ একাধিক রোগে ভুগছেন।
তার মেডিকেল বোর্ডের সদস্যরা বলেছেন, খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়ায় তাকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে।
দুটি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের একটি নির্বাহী আদেশের মাধ্যমে সাময়িক মুক্তি দেয়া হয়।