‘মহানগর’ ওয়েব সিরিজ এদেশের ওটিটি কনটেন্টের বাজারে নতুন এক মাইলফলক। কলকাতার অনেক তারকা পর্যন্ত এর প্রশংসায় বুদ ছিলেন। এমনকি নির্মাতা আশফাক নিপুণকে ফোন করে সাধুবাদ জানিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
২০২১ সালের সবচেয়ে আলোচিত কনটেন্ট ছিল ‘মহানগর’। ধারণা করা হচ্ছিল ২০২২ সালে মুক্তি পাবে ওয়েব সিরিজটির দ্বিতীয় কিস্তি। সেই অপেক্ষায় ছিলেন দর্শক। কিন্তু তা আর হলো না।
আরও পড়ুন: শিবলী-নিপা ও দেড় শতাধিক নৃত্যশিল্পী নিয়ে ইত্যাদি’র ত্রিমাত্রিক নৃত্য
সেই অপেক্ষা শেষ হচ্ছে এবার রোজার ঈদে। বিশেষ দিনকে কেন্দ্র করেই ২০ এপ্রিল হইচই-এ ‘মহানগর-২’ মুক্তির ঘোষণা এলো। সেটি ফেসবুকে পোস্টের মাধ্যমে জানালেন নির্মাতা নিজেই।
‘মহানগর-২’ নিয়ে ইউএনবির সঙ্গে আলাপকালে আশফাক নিপুণ বলেন, ‘মহানগর আমার প্রথম ওয়েব সিরিজ। আর এটির প্রথম কিস্তি যখন বানাই তখন এতটা চাপ ছিল না। কিন্তু এটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় পর দ্বিতীয় কিস্তি নির্মাণে এক ধরনের চাপ তো কাজ করেছে। সেজন্যই একটু বেশি সময় নেওয়া। চেষ্টা করেছি মহানগর-২-এ দর্শকের প্রত্যাশা পূরণ হবে।’
আশফাক নিপুণ পরিচালিত ‘মহানগর-২’-এ মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা,নাসির উদ্দিন খান, খায়রুল বাসার প্রমুখ।
আরও পড়ুন: নিপুণকে চিঠির জবাব দিলেন জায়েদ খান