ভারতের দক্ষিণী সিনেমার এখন জয়জয়কার। বিশেষ করে তাদের গল্প নির্বাচনের কারিশমা দেখা যাচ্ছে নিয়মিতই। আলোচানার টেবিলে এবার রয়েছে মালায়ালাম সিনেমা ‘জানা গানা মানা’। মানবাধিকার প্লট নিয়ে নির্মিত সিনেমাটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।
সিনেমাটির গল্প শুরু হয় হায়দ্রাবাদের এক কলেজ প্রফেসরের গণধর্ষণ ও খুনের ঘটনা দিয়ে। যা নিয়ে দেশজুড়ে বেশ আলোড়ন তৈরি হয়। এরপর কলেজ ছাত্রদের আন্দোলনের চাপে পড়ে স্থানীয় পুলিশ এবং চারজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের আদালতে নেয়ার কথা থাকলেও এনকাউন্টারে তাদের হত্যা করা হয়। এতে হায়দ্রাবাদ পুলিশের প্রশংসা করে দেশবাসী।
সিনেমার এই জায়গা থেকে ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে। প্রশ্ন উঠে মানবাধিকার নিয়ে। এনকাউন্টারের বিরুদ্ধে কেস উঠলো আদালতে। যার পক্ষে লড়েন অ্যাডভোকেট অরবিন্দ স্বামীনাথান। পুরো সিনেমায় উঠে এসেছে বর্তমান ছাত্ররাজনীতি, শিক্ষার্থীদের ওপর ধর্মীয় মৌলবাদী শাসন, এছাড়াও রয়েছে পুলিশের অত্যাচারসহ বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট।
আরও পড়ুন: বন্যার্তদের সহযোগিতায় অনন্ত জলিল
১ ঘণ্টা ৬৫ মিনিটের এই সিনেমার গল্প লিখেছেন শারিস মোহাম্মদ। পরিচালনায় রয়েছে ডিজো হোসে অ্যান্টনি, আর প্রযোজনা করেছেন সুপ্রিয়া মেনন ও লিস্টিন স্টিফেন।
‘জানা গানা মানা’ তেলুগু, তামিল, হিন্দিসহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, সুরজ ভেঞ্জারামুডু, মমতা মোহনদাস, শারী, ধ্রুবনসহ অনেকে।