উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যতে সারা বিশ্বের সঙ্গীতপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঢালিউডের এই সুর সম্রাজ্ঞীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢালিউডের শিল্পীরাও।
রবিবার ৯২ বছর বয়সে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এই কিংবদন্তি শিল্পী। রবিবার বাংলাদেশের বিনোদন জগতের অনেকেই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুর সম্রাজ্ঞীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
বর্তমানে ঢালিউডের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সদ্যপ্রয়াত এই কিংবদন্তির প্রতি আন্তরিক শ্রদ্ধা প্রকাশ করে লিখেছেন, তার অঙ্গনে তিনি একজন সত্যিকার কিংবদন্তি ছিলেন। খুবই দুঃখজনক যে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। কিন্তু তার সুর ও সঙ্গীত আমাদের হৃদয় ও অন্তরে আজীবন বেঁচে থাকবে! #রেস্ট ইন পিস #লতামঙ্গেশকর।
বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী এবং সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা লিখেছেন, নাইটিঙ্গেল আর নেই... শান্তিতে থাকুন লতা মঙ্গেশকর... আপনি আপনার সঙ্গীত দিয়ে লাখো মানুষের হৃদয় পূর্ণ করেছেন। আপনি চিরকাল আমাদের মাঝে থাকবেন.. গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা।
আইকনিক গায়ক কুমার বিশ্বজিৎ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, একজনই লতা মঙ্গেশকর। শারীরিকভাবে আজ পৃথিবী ছেড়ে চলে গেলেও তিনি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন। তার জাদুকরী কণ্ঠের কাছে আমরা চির ঋণী থাকব। তার আত্মা শান্তি পাক।
গায়িকা ও সাংবাদিক এলিটা করিম লিখেছেন, আজ বিশ্বের লাখ লাখ মানুষের শোকের দিন। জ্ঞান ও সঙ্গীতের দেবী সরস্বতী তার নিজ আবাসে ফেরার সময় রানীকে নিয়ে গেছেন। # ৯২ বছর বয়সে লতা মঙ্গেশকর কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নাইটিঙ্গেল যিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে সঙ্গীতশিল্পীদের অনুপ্রাণিত করেছেন, তিনি মারা গেছেন। আপনার সঙ্গীতের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।
আরও পড়ুন: লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতজুড়ে মাতম
বিখ্যাত সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর তার ফেসবুক প্রোফাইলে তার, তার মা কিংবদন্তি গায়িকা রুনা লায়লা ও প্রয়াত লতা মঙ্গেশকরের একটি ছবি শেয়ার করেছেন। ছবিটি ২০১৭ সালের ২৭ মার্চ মুম্বাইতে লতাজীর বাসভবন প্রভু কুঞ্জে তোলা হয়েছিল।
আঁখি আলমগীর লিখেছেন, শ্রদ্ধা। ঠান্ডা লাগছে, অসাড় লাগছে।
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, একটা যুগের শেষ হলো। কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর ৯২ বছর বয়সে মারা গেছেন। তার আত্মার শান্তি কামনা করছি।
দেশের অন্যতম দর্শকনন্দিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব চঞ্চল চৌধুরী এই কিংবদন্তি গায়িকাকে ‘সঙ্গীতের দেবী’ বলে উল্লেখ করেছেন। এই সুর সম্রাজ্ঞীর প্রতি অগাধ শ্রদ্ধা প্রকাশ করে তিনি লিখেছেন, বিদায়, প্রিয় 'সঙ্গীতের দেবী' লতা মঙ্গেশকর।
একজন শ্রোতা হিসেবে তার স্মৃতিচারণ করে সঙ্গীতশিল্পী ও অভিনেতা জন কবির লিখেছেন, শান্তি কামনা করি। আমি যখন ছোট ছিলাম তখন আপনার কণ্ঠ শুনে অনেকদিন আমার ঘুম ভেঙেছে। এর কৃতিত্ব আমার মায়ের।
এই সেলিব্রেটিরা ছাড়াও, বিভিন্ন ঘরানার বিপুল সংখ্যক সঙ্গীত শিল্পী, চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা-পরিচালক এবং সর্বস্তরের মানুষ কিংবদন্তি গায়িকার প্রয়াণে তাদের গভীর শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন: লতা মঙ্গেশকরের মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে বিশাল শূন্যতা সৃষ্টি হলো: প্রধানমন্ত্রী