মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমার বিরুদ্ধে আবারও মামলা দায়ের করা হলো। তামাক নিয়ন্ত্রণ বিধিমালা অমান্য করার অভিযোগে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। যেখানে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে সিনেমায় বিধি অনুসারে ধূমপানের ক্ষতিকর সতর্কবার্তা প্রদান করা হয়নি।
এই অভিযোগে চলচ্চিত্রটির পরিচালক, প্রযোজক, মূল চরিত্র এবং সেন্সর বোর্ডের চেয়ারম্যান বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ব্যারিস্টার জুয়েল সরকার।
আরও পড়ুন: ‘হাওয়া’য় মেতেছে দর্শক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুয়েল সরকার বলেন, ‘বেশকিছু দিন ধরে সিনেমার প্রযোজক ও পরিচালককে মৌখিকভাবে সতর্ক করা হলেও তারা বিধি অনুসারে সতর্কবার্তা সংযোজন করেননি। তাই তামাক বিরোধী কার্যক্রমকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও চলচ্চিত্রটির নির্মাতা-প্রযোজকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা জরুরি।’
নোটিশে বলা হয়, ‘হাওয়া’ সিনেমায় বিধিমালার চরম অবমাননা দেখা গেছে। সিনেমার মূল চরিত্র জনাব চঞ্চল চৌধুরী দেশের সব শ্রেণির, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। চলচ্চিত্রটির বিভিন্ন স্থানে অপ্রয়োজনে ধূমপানের যেসব দৃশ্য সংযোজিত হয়েছে, তার সঙ্গে ধূমপানের ক্ষতিকর সতর্কবার্তা বিধি অনুযায়ী প্রদান করা হয়নি।
আইনি নোটিশ প্রসঙ্গে ‘হাওয়া’র পরিচালক মেসবাউর রহমান সুমনের কাছে জানতে চাওয়া হলে তিনি ইউএনবিকে বলেন, ‘এই বিষয়ে এখন পর্যন্ত কিছু আমরা জানি না। আমাদের প্রযোজকের কাছেও এমন কোনো নোটিশ আসেনি।’
আরও পড়ুন: মার্কিন বক্স অফিসের শীর্ষ ৩০-এ 'হাওয়া': পরিবেশক সংস্থার দাবি
আইনি নোটিশের বিষয়গুলো মেসবাউর রহমান সুমনকে জানানো হলে উল্লেখ করা বিষয়গুলো ভিত্তিহীন বলে তার দাবি।
এ নিয়ে তিনি আরও বলেন, ‘সতর্কবার্তা নিয়ে এখানে যে অভিযোগ রয়েছে পুরোটা ভিত্তিহীন। যারা সিনেমাটি দেখেছেন বিষয়টি অবশ্য জানেন যে ধূমপানের প্রতিটি দৃশ্যে সতর্কবার্তা দেয়া আছে। আর বিষয়টি সেন্সরবোর্ডেও নজর রাখা হয়।’
মামলা নিয়ে চিন্তার কিছু নেই বলেন আরও জানান ‘হাওয়া’র পরিচালক।
আরও পড়ুন: হাওয়ার প্রদর্শনী বন্ধে আইনি নোটিশ