ভারতের অন্ধ্রপ্রদেশে অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটায় সোমবার রাতে লাইফ সাপোর্টে থাকা ১১ করোনা রোগীর মৃত্যু হয়েছে। তিরুপতির শ্রীভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া সরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। মঙ্গলবার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতালটিতে প্রায় ৭০০ করোনা রোগী চিকিৎসাধীন। অক্সিজেনের সরবরাহে সমস্যা হয়ওয়ায় আইসিইউ-তে থাকা রোগীরা বেশ কিছুক্ষণ প্রয়োজনীয় অক্সিজেন পাননি। এতেই ১১ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: করোনা: ভারতে ২৪ ঘণ্টায় আরও ৩৮৭৬ মৃত্যু
এই ঘটনার জেরে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন রেড্ডি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। চিত্তুরের জেলাশাসক এম হরিনারায়ণ জানিয়েছেন, কর্তব্যরত চিকিৎসকদের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তিনি বলেছেন, ‘অক্সিজেনের চাপ কমে গিয়েছিল কিছুক্ষণের জন্য। পাঁচ মিনিটের মধ্যেই ফের অক্সিজেন চালুর ব্যবস্থা করা হয়। এর জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক, ওই সময়ের মধ্যেই ১১ জন রোগী প্রাণ হারিয়েছেন।’
আরও পড়ুন: করোনা: ভারতে একদিনে আরও ৪০৯২ মৃত্যু
অক্সিজেনের সমস্যা শুরু হতেই ৩০ জন চিকিৎসকের একটি দল আইসিইউ-তে রোগীদের পরিচর্যার জন্য ছুটে গিয়েছিলেন। অক্সিজেনের অভাব না থাকলেও অক্সিজেন সরবরাহ মিনিট পাঁচেকের জন্য বন্ধ থাকাতেই এই বিপত্তি ঘটেছে।