ইউক্রেনে রাশিয়ার হামলা চালানোর কারণে দেশটিতে সম্ভাব্য যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের বিষয়ে ‘যত দ্রুত সম্ভব’ তদন্ত শুরু করার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খান।
তিনি বলেছেন, তিনি ইউক্রেনে পর্যবেক্ষণ চালিয়ে যাবেন। এ সময় তিনি ‘সংযত ও আন্তর্জাতিক মানবতা আইনের প্রযোজ্য নিয়ম কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।’
আরও পড়ুন: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পরবর্তী শান্তি আলোচনা বেলারুশ-পোল্যান্ড সীমান্তে
জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচেলেট বলেছেন, তার কার্যালয় বৃহস্পতিবার থেকে ইউক্রেনে রুশ আগ্রাসনে সাত শিশুসহ ১০২ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩০৪ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য রাষ্ট্র নয় ইউক্রেন ও রাশিয়া। ইউক্রেন আদালতের এখতিয়ার মেনে নিয়েছে যা করিম খানকে তদন্তের ক্ষমতা দিয়েছে।
করিম খান তার দলকে অপরাধের প্রমাণ কীভাবে সংরক্ষণ করা যায় তা খুঁজতে বলেছেন এবং এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ হলো তদন্তের জন্য আদালতের বিচারকদের কাছ থেকে অনুমোদন নেয়া।
আরও পড়ুন: ৫৭১০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের