পশ্চিমা বিশ্বের ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার মধ্যেও ইউক্রেনে হামলা জোরদার অব্যাহত রেখেছে রাশিয়া। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে অবরুদ্ধ মারিউপোল শহরে বুধবার একটি প্রসূতি হাসপাতালে রুশ বিমান হামলায় অন্তত ১৭ আহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা আঞ্চলিক পুলিশের শীর্ষ কর্মকর্তা ভলোদিমির নিকুলিন বলেন, ‘আজ রাশিয়া একটি বিশাল অপরাধ করেছে। কোন যুক্তি ছাড়াই এটি একটি যুদ্ধাপরাধ।’
কিয়েভের পশ্চিমে ২ লাখ ৬০ হাজার জনসংখ্যার জাইটোমিরের মেয়র সেরহি সুখোমলিন ফেসবুকে বলেছেন, দুটি হাসপাতালে বোমা পড়েছে, যার মধ্যে একটি শিশু হাসপাতাল।
তবে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
পড়ুন: ইউক্রেনে জীবন ও বন্ধু ফেলে গেছে ১০ লাখ শিশু
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মারিউপোল হামলায় শিশু এবং অন্যরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।
রাতে এক ভিডিওতে জেলেনস্কি বলেন, ‘একটি শিশু হাসপাতাল। একটি প্রসূতি হাসপাতাল। তারা কীভাবে রাশিয়ান ফেডারেশনকে হুমকি দিয়েছে? তারা কেমন দেশ, যারা হাসপাতালকে ভয় পায়, প্রসূতি হাসপাতালগুলোকে ভয় পায় এবং তাদের ধ্বংস করে।
এদিকে, তুরস্কের আনতালিয়া শহরে বৃহস্পতিবার (১০ মার্চ) ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন বলে জানা গেছে।
পড়ুন: রাশিয়ার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে যুক্তরাজ্যে প্রাইভেট জেট আটক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: গোলাবর্ষণ এবং নাগরিকদের দেশত্যাগ অব্যাহত