পাঁচ দফায় ইরানের শতাধিক লক্ষ্যবস্তুতে চালিয়েছে ইসরায়েল। ইরানের নাতাঞ্জের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও শীর্ষ পরমাণু বিজ্ঞানীরা হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করেছে ইসরায়েল। এই হামলায় অন্তত ২০০টি যুদ্ধবিমান অংশ নেয় বলে জানায় টাইমস অব ইসরায়েল।
দেশটির রাজধানী তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সদর দপ্তরেও হামলা হয়েছে। এছাড়া, দেশটির তাবরিজ শহরেও হামলার খবর পাওয়া গেছে।
পড়ুন: ইরানে ইসরায়েলের হামলা আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে, জড়াতে পারে যুক্তরাষ্ট্রও
থেমে নেই হামলা
ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’-এ ইরানের নাতাঞ্জে ও তাবরিজের ঘাঁটি নিশানা করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা যায়, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে একটি সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। বিবিসিকে এ তথ্য জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সংশ্লিষ্ট একটি বার্তা সংস্থা।
এছাড়া, ইসরায়েল নাতাঞ্জে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এটি ইরানের বৃহত্তম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যেখানে হাজার হাজার সেন্ট্রিফিউজ রয়েছে। এটি দেশটির উচ্চমাত্রায় ইউরেনিয়াম মজুদের অন্যতম প্রধান উৎস।
পড়ুন: ইরানের পারমাণবিক কর্মসূচি কেন এত বিতর্কিত?
ইসরায়েলের এই অভিযানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং অঞ্চলজুড়ে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
আইআরজিসি প্রধান হোসেইন সালামি নিহত
ইরানের অভিজাত বাহিনী আইআরজিসি প্রধান হোসেইন সালামি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম তথ্যটি নিশ্চিত করেছে। এই হামলায় সালামি, জরুরি কমান্ড ইউনিটের প্রধান জেনারেল গোলাম আলি রশিদসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন বলেও খবরে উল্লেখ করা হয়েছে।
নিহত হোসেইন সালামিকে ইরানের অন্যতম শীর্ষ নেতা হিসেবে বিবেচনা করা হয়। সালামির নেতৃত্বেই ২০২৪ সালে ইরান প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা চালায়। ওই হামলায় ৩০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত
অপারেশন রাইজিং লায়নে পৃথক একটি হামলায় নিহত হয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। বাঘেরি ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা।
পড়ুন: নিহত আইআরজিসি প্রধান হোসেইন সালামি কে ছিলেন?
৬ পরমাণু বিজ্ঞানী নিহত
ইসরায়েলের হামলায় ইরানের ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইরানের পরমাণু জ্বালানি সংস্থার (এইওআই) সাবেক প্রধান ফিরেদুন আব্বাসি ও তেহরানের ইসলামি আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মেহদি তেরাঞ্চি এই হামলায় প্রাণ হারিয়েছেন। দেশটির পরমাণু স্থাপনাগুলোর দেখভাল করে থাকে পরমাণু শক্তি সংস্থা (এইওআই)।
পড়ুন: ট্রাম্পের আশঙ্কা ও সতর্কতার পরই ইরানে হামলা ইসরায়েলের
ইরানের নুর নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানে রাতভর ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৭৮ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৩২৯ জন। দেশটির কর্মকর্তার বরাতে তাদের টেলিগ্রাম চ্যানেলে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থাটি।
শুক্রবার ইসরায়েলি হামলায় ইরানের একাধিক সেনা কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।