গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে প্রাণঘাতী করোনাভাইরাসের মারাত্মক সংক্রমণ শুরু হয়।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে উহান সরকার জানায়, সংশোধিত তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা আরও ১ হাজার ২৯০ বেড়েছে (প্রায় ৫০ শতাংশ)। যাতে করোনায় উহানে মোট মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৮৬৯ জনে পৌঁছেছে। এছাড়া মোট ৫০ হাজার ৩৩৩ জন এখানে করোনা আক্রান্ত হয়েছেন। খবর আলজাজিরা।
উহান কর্তৃপক্ষ দাবি করে, করোনা আক্রান্ত অনেক রোগী তাদের বাড়িতে মারা গেছে। তাদের মৃত্যু সম্পর্কে তথ্য স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহের কাছে দেরিতে এসেছে। করোনা প্রাদুর্ভাবের প্রাথমিক পর্যায়ে তাদের অনেক লড়াই করতে হয়েছিল।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের একাধিক নেতারা অভিযোগ করেছেন, ১ লাখ ৪৫ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়া করোনাভাইরাস নিয়ে তথ্য গোপন করেছে চীন। এরই প্রেক্ষিতে তথ্য সংশোধন করে উহান সরকার।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত চীনে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মোট ৪ হাজার ৬৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনায় ৮২ হাজার ৬৯২ জন আক্রান্ত এবং ৭৭ হাজার ৯৪৪ জন সুস্থ হয়েছেন।