ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়ার সুযোগ হুমকিতে ফেলে দেয়া কোভিড-১৯ রোগের জন্য টিকা ও প্রতিষেধক অনুমোদনে খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এফডিএ) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেরি করছে বলে হোয়াইট হাউজ কর্মকর্তাদের অভিযোগের পরই এ ঘোষণা আসল।
এ অনুমোদনের ফলে কিছু রোগীর জন্য প্লাজমা চিকিৎসা পাওয়া সহজ হবে। কিন্তু সুযোগটি এফডিএ’র পূর্ণ অনুমোদন পাওয়া কোনো বিষয়ের মতো হবে না।
এফডিএ’র এ জরুরি অনুমোদন দেয়া নিয়ে রবিবার সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনের কেন্দ্রে ছিলেন ডোনাল্ড ট্রাম্প।
করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া রোগী যাদের প্রচুর অ্যান্টিবডি রয়েছে তাদের রক্তের প্লাজমা করোনা রোগীদের হয়ত উপকার করতে পারে। কিন্তু বিষয়টি আসলেই কাজ করে কি না, এটি কখন প্রয়োগ করতে হয় এবং এ জন্য কী প্রয়োজন তা নিয়ে এখন পর্যন্ত কোনো উপসংহারে আসা যায়নি।
জরুরি অনুমোদন সংক্রান্ত এক চিঠিতে এফডিএ’র মুখ্য বৈজ্ঞানিক ডেনিস হিন্টন বলেন, কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় প্লাজমা থেরাপিকে নতুন আদর্শ মান হিসেবে বিবেচনা করা উচিত হবে না। এ বিষয়ে আগামী মাসগুলোতে ক্লিনিক্যাল পরীক্ষা থেকে আরও তথ্য-উপাত্ত আসবে।