ভারতে সোমবার (৩ মে) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৪৭ জন। বর্তমানে দেশটিতে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জনে।
দেশটিতে নতুন করে ৩ হাজার ৪১৭ জন করোনা রোগীর মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৯৪৯ জনে।
দেশটিতে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৩৪ লাখ ১৩ হাজার ৬৪২ জন এবং এখন পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছে ১ কোটি ৬২ লাখ ৯৩ হাজার ৩ জন।
প্রতিবেশী এই দেশটিতে করোনারে সর্বোচ্চ প্রকোপের মধ্যেই দেশটিতে কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করে। এর পাশাপাশি বিভিন্ন বোর্ড পরীক্ষা বাতিল ও স্থগিত করেছে।
আরও পড়ুন: করোনা: ভারতে প্রায় ৪ লাখ নতুন শনাক্ত, মৃত্যু ৩৬৮৯
দেশটিতে শনিবার (১ মে) থেকে ১৮ বছরের ওপরের সকলের জন্য তৃতীয় ধাপে গণটিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। গত জানুয়ারি থেকে এই পর্যন্ত দেশটিতে ১৫ কোটি ৬০ লাখ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
ভারতের রাজধানী দিল্লিই দেশটির সবচেয়ে করোনা ঝুঁকিপূর্ণ ও আক্রান্ত অঞ্চল। দিল্লির স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত ১৬ হাজার ৯৬৬ জন করোনা রোগী এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে।