এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র জানান, গাজার উত্তরাঞ্চলের একটি স্থাপনায় হামলা চালানো হয়েছে যেখান থেকে হামাসের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হত।
বৃহস্পতিবার সকালের দিকে ফিলিস্তিনিদের ছিটমহল থেকে ইসরায়েলে প্রবেশ করা বিস্ফোরক বেলুনের কারণেই পরে বিমান হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ইসরায়েল ও ফিলিস্তিন সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত সামরিক বাহিনীর একটি ঘাঁটির কাছে ওই বেলুনগুলো বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে গাজায় অবস্থিত হামাসের একটি সামরিক ঘাঁটি থেকে ৪টি রকেট নিক্ষেপের পর বুধবার রাতে পাল্টা বিমান হামলা চালায় ইসরায়েল।
কারা ওই রকেট হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত না হওয়া গেলেও, হামলার জন্য হামাসকে দায়ি করেছে ইসরায়েল সেনাবাহিনী।
মিশর ও জাতিসংঘের প্রচেষ্টায় এক মাস যুদ্ধবিরতির পর আবারো সংঘর্ষে জড়ালো হামাস ও ইসরায়েল।