দ্বিতীয় দফায় জাতিসংঘের মহাসচিব হলেন গুতেরেস
নিউইয়র্ক, ২০ জুন (এপি/ ইউএনবি)- জাতিসংঘের মহাসচিব হিসেবে আবারও আন্তোনিও গুতেরেসকে নির্বাচিত করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।
শুক্রবার দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে শপথ নেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস।
আরও পড়ুন: কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধ হওয়া দরকার: জাতিসংঘ মহাসচিব
এর আগে গত ৮ জুন (মঙ্গলবার) গুতেরেসকে দ্বিতীয় মেয়াদে মহাসচিব করার সুপারিশ করেছিল নিরাপত্তা পরিষদ।
আরও পড়ুন: রোহিঙ্গা সংকট: জাতিসংঘ মহাসচিবের হস্তক্ষেপ চায় বাংলাদেশ
তার দ্বিতীয় মেয়াদে নিয়োগের ঘোষণা দেন ৭৫তম অধিবেশনের সভাপতি ভোলকান বোজকির।
আরও পড়ুন: আগামী ১০ বছরে পরিবেশ বিপর্যয় থেকে বাঁচার শেষ সুযোগ: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ মহাসচিবের দ্বিতীয় মেয়াদ শুরু হবে ২০২২ সালের ১ জানুয়ারি এবং শেষ হবে ২০২৬ সালের ৩১ জানুয়ারি।