করোনা মহামারি হুমকি মোকাবিলায় গবেষণা এবং অর্থ বরাদ্দ আরও না বাড়ালে বর্তমান সংক্রমণের চেয়ে ভবিষ্যতের মহামরি আরও প্রাণঘাতী হতে পারে বলে সতর্ক করেছেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ টিকা উদ্ভাবনকারী বিজ্ঞানীদের অন্যতম অধ্যাপক সারাহ গিলবার্ট।
সোমবার এক বক্তৃতার তিনি বলেন, ‘বর্তমান মহামারির বিরুদ্ধে লড়াইয়ে যে বৈজ্ঞানিক অগ্রগতি হয়েছে তহবিলের কারণে তা যেন বৃথা না যায়।’
সারাহ গিলবার্ট বলেন, ‘আমাদের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলা এটি শেষ ভাইরাস নয়, সত্য হল, এরপরে আরও খারাপ ভাইরাস আসতে পারে। হতে পারে সেটি আরও সংক্রামক বা আরও প্রাণঘাতী বা উভয়ই হতে পারে।’
গিলবার্ট করোনা সংক্রমণ হ্রাস পেলেও সরকারগুলোকে বৈজ্ঞানিক গবেষণা এবং মহামারি প্রস্তুতির জন্য তাদের প্রতিশ্রুতি দ্বিগুণ করার আহ্বান জানান।
মহামারি প্রস্তুতির জন্য এখনও কোনও তহবিল নেই উল্লেখ করে এই বিজ্ঞানী বলেন, ‘আমরা যে অগ্রগতি করেছি এবং জ্ঞান অর্জন করেছি, তা যেন বৃথা না যায়।’
আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৫২ লাখ ছাড়িয়েছে
ডেল্টার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওমিক্রন প্রতিরোধ করতে হবে: ডব্লিউএইচও