পুলিশ কর্মকর্তা ওয়াকার আজিম জানান, জামিয়া জোবাইরিয়া মাদ্রাসার প্রধান কক্ষে একজন প্রখ্যাত আলেমের বিশেষ ক্লাসের সময় এ বোমা হামলার ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে দেখা গেছে কেউ একজন মাদ্রাসায় একটি ব্যাগ রেখে যাওয়ার কয়েক মিনিট পরই বোমাটি বিস্ফোরিত হয়।
টিভি ফুটেজে বোমা হামলার ঘটনাস্থল প্রধান কক্ষটি ক্ষতিগ্রস্ত হিসেবে দেখা গেছে। কক্ষটিতে ভাঙা গ্লাস পড়ে ছিল এবং মাদুরে ছিল রক্তের দাগ। পুলিশ বলছে হামলায় কমপক্ষে পাঁচ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।
আহত বেশ কয়েকজন শিক্ষার্থীর অবস্থা গুরুতর এবং হাসপাতাল কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে মৃতের সংখ্যা বাড়তে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে যে মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও কর্মীও বোমায় আহত হয়েছেন।
পুলিশ প্রথমে জানিয়েছিল যে বোমায় হতাহতরা শিশু। তবে পরে তারা জানায়, প্রায় সব শিক্ষার্থীর বয়সই ২০ বছরের আশপাশে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বোমা হামলার নিন্দা জানিয়েছেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দিতে কর্তৃপক্ষকে বলেছেন।