অনাস্থা ভোটে রবিবার ভোরে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন বসছে আজ।
বিবিসি জানিয়েছে, ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে অনত্যম ভূমিকা পালনকারী দেশটির বিরোধী জোট নেতা শাহবাজ শরীফ ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জিতবেন বলে মনে করা হচ্ছে।
স্থানীয় সময় ২টায় জাতীয় পরিষদের অধিবেশন শুরু হবে।
৬৯ বছর বয়সী ইমরান খানকে রাজনৈতিক নাটকীয়তা ও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর ক্ষমতাচ্যুত করা হয়।
আরও পড়ুন: ক্ষমতাচ্যুত হওয়ার পরও লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ইমরান খানের
এর আগে পার্লামেন্ট ভেঙে দিয়ে এবং আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রচেষ্টাকে বাধা দেয়ার চেষ্টা করেছিলেন তিনি।
তবে দেশটির সুপ্রিম কোর্ট বিরোধী পিটিশনকে বহাল রেখে ঘোষণা দিয়েছেন যে তার সিদ্ধান্তগুলো অসাংবিধানিক ছিল।
উল্লেখ্য, শাহবাজ শরীফ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগের (এন) প্রধান নেতা। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর নওয়াজ শরীফের ভাই।