ইউক্রেনে হামলার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইউক্রেনে রুশ হামলার কারণে রাশিয়াকে ‘মূল্য দিতে না হলে’ এ হামলা এক দেশে থামবে না।
জো বাইডেন তাঁর প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে পুনরুজ্জীবিত পশ্চিমা জোটের ওপর গুরুত্বারোপ করেছেন। জোটটি ইউক্রেনের সামরিক বাহিনীকে পুনরায় সজ্জিত করতে এবং (রাশিয়ার ওপর) কঠোর নিষেধাজ্ঞা আরোপে কাজ করছে। এর ফলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘অন্য যে কোনো সময়ের চেয়ে বিশ্বে বেশি বিচ্ছিন্ন হয়ে রয়েছেন’ বলে দাবি করেছেন বাইডেন।
তিনি বলেন, ‘আমাদের ইতিহাসের পাঠ থেকে এটা শিখেছি যখন স্বৈরশাসকরা তাদের আগ্রাসনের মূল্য দেয় না তখন তারা আরও বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা চলতে থাকে। আমেরিকা ও বিশ্বের জন্য খরচ ও হুমকি ক্রমাগত বাড়ছে।’
আরও পড়ুন: যুদ্ধ নিয়ে নতুন আলোচনায় রাজি ইউক্রেন ও রাশিয়া
এদিকে মঙ্গলবার ইউক্রেনের খারকিভের সেন্ট্রাল স্কোয়ারের রক্তপাত এবং রাজধানীর একটি টিভি টাওয়ারে মারাত্মক বোমা হামলার পর দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জনবহুল শহরগুলোতে রুশ হামলা বৃদ্ধিকে নির্লজ্জ সন্ত্রাসী অভিযান বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘কেউ ক্ষমা করবে না। কেউ ভুলবে না।’ এছাড়া সেন্ট্রাল স্কোয়ারে হামলাকে তিনি যুদ্ধাপরাধ বলেও অভিযোগ করেছেন।
অপরদিকে খারকিভে বুধবারেও হামলা চলছে। যদিও রাশিয়া সন্ধ্যায় আলোচনার কথা বলেছে। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানায়, দেশটির আঞ্চলিক পুলিশ ও গোয়েন্দা সদরদপ্তরের রুশ হামলায় তিনজন আহত হয়েছেন।
ইউক্রেনীয় সেনাবাহিনীর দেয়া তথ্য মতে, বুধবার হামলায় চারজন নিহত, ৯ জন আহত এবং উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে ১০ জনকে উদ্ধার করেছেন।
শত শত রুশ ট্যাঙ্ক ও সাঁজোয়া যানবাহন নিয়ে ৪০ মাইল দীর্ঘ রাশিয়ার সেনাবহর কিয়েভের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। এছাড়া রুশ বাহিনী ওডেসা ও মারিউপোলসহ অন্যান্য শহরে আক্রমণ অব্যাহত রেখেছে।
আরও পড়ুন: পুতিনকে সমর্থন করায় মিউনিখ ফিলহারমোনিক থেকে গারগিয়েভকে অব্যাহতি
যুদ্ধ চলতে থাকায় ইউক্রেনে মানবিক অবস্থার আরও অবনতি হয়েছে। প্রায় ছয় লাখ ৬০ হাজার নাগরিক দেশ ত্যাগ করেছেন এবং অসংখ্য মানুষ ভূগর্ভে আশ্রয় নিয়েছেন।
তবে হতাহতের সংখ্যা এখনও অস্পষ্ট। রাশিয়া বা ইউক্রেন- কোনো দেশই কতজন সেনা নিহত হয়েছে সে তথ্য প্রকাশ করছে না। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, তারা ১৩৬ জন বেসামরিক নাগরিক নিহতের বিষয় নিশ্চিত করেছে। তবে প্রকৃত সংখ্যা নিশ্চিতভাবেই আরও বেশি হবে।