বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ৫৩ লাখের কাছাকাছি পৌঁছেছে।
বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৯ জনে পৌঁছেছে। এছাড়া, এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৯৩ হাজার ২৫৮ জনে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ৯ কোটি ৯৩ লাখ ৪১ হাজার ৪৪৭ জন এবং মোট মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৯৫ হাজার ১৯৯ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে রবিবার সকাল পর্যন্ত মোট শনাক্ত হয়েছে চার কোটি ৪৬ লাখ ৫২ হাজার ২৬৬ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৯ হাজার ১৬ জনে।
আরও পড়ুন: বিশ্বে করোনায় আক্রান্ত ৬৩ কোটি ৫০ লাখ ছাড়াল
বাংলাদেশ পরিস্থিতি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ৬৯ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪১৯ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৫ হাজার ৩৭ জনে পৌঁছেছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৬৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ সময়ে শনাক্ত হার ১ দশমিক ৮৮ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ।
আরও পড়ুন: দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৬৯
শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩৪৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮০ হাজার ১৪৮ জনে।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩০ শতাংশ।