ব্রাজিলের রিও ডি জেনিরোতে অপরাদী সংগঠনের বিরুদ্ধে চালানো পুলিশের অভিযানে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার আলমাও শহরের একটি বস্তিতে এ অভিযান চালানো হয়।
পুলিশের মুখপাত্র ইভান ব্লাজ এক সংবাদ সম্মেলনে বলেন, নিহতদের মধ্যে একজন ৫০ বছর বয়সী নারী রয়েছেন। যিনি অভিযানের সময় ভুলে চালানো একটি বুলেটের আঘাতে মারা গেছেন।
অভিযানের সময় পুলিশ কর্মকর্তাদের হত্যার জন্য অভিযুক্ত চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ অভিযানে ৪০০ পুলিশ কর্মকর্তা, চারটি হেলিকপ্টার ও ১০টি সাঁজোয়া যান ব্যবহার করা হয়।
পুলিশের মুখপাত্র ব্লাজ এই অঞ্চলের পরিস্থিতিকে ‘খুব উত্তপ্ত’ বলে বর্ণনা করেছেন।
আরও পড়ুন: ব্রাজিলে প্রবল বর্ষণে ৩৭ মৃত্যু
ব্রাজিলে ভারী বৃষ্টিপাতে নিহত ৮, নিখোঁজ ১৩
তিনি জানান, এখানকার অপরাধী চক্রটি মাদক পাচার থেকে শুরু করে রিও ডি জেনিরো শহরে প্রবেশকারী পণ্যবাহী ট্রাক ডাকাতি পর্যন্ত করে থাকে।
রিওতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সামরিক পুলিশের স্পেশাল অপারেশন ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল উইরা ডো নাসিমেন্তো ফেরেরিরা বলেছেন, এই চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করার লক্ষ্যে অভিযান চালানো হয়।