ভারতের পাঞ্জাবে একটি কারখানার গ্যাস লিকেজের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। রবিবার দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্যটির লুধিয়ানা জেলায় একটি শিল্পাঞ্চালে এ ঘটনা ঘটে। এতে আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজ্য পুলিশ জানায়, কি কারণে গ্যাস লিকেজ হয়েছে তা এখনও পরিস্কার নয়।
রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মন বলেন, একটি কারখানা থেকে গ্যাস লিকেজ হয়েছে।
রাজ্য সরকারের পক্ষ থেকে সকল সহযোগিতা দেওয়ার কথা জানান তিনি।
ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সেস জানায়, জনবহুল ওই এলাকা বন্ধ করে দিয়ে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। তারা গ্যাসের ধরন শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জেলার ডেপুটি কমিশনার সুরভি মালিক বলেন, ‘ম্যানহোল থেকে গ্যাস ছড়িয়ে পড়তে পারে। গ্যাসের নমুনা সগ্রহ করার কাজ চলছে। ম্যানহোলেরর ভেতরে থাকা মিথেন গ্যাসের সঙ্গে রাসায়ানিক মিশে প্রতিক্রিয়া তৈরি করতে পারে ।’
আরও পড়ুন: ভারতে মিউজিশিয়ানদের বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ১৩