ভারতের পশ্চিমের রাজ্য মহারাষ্ট্রে গত দু’দিনের ভারী বর্ষণের ফলে ভূমিধস এবং বন্যায় প্রায় ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছে।
শনিবার দেশটির সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ চীনে বন্যার পানি পাতাল রেলে ঢুকে কমপক্ষে ১২ জনের মৃত্যু
মহারাষ্ট্রে গত চার দশকের মধ্যে চলতি জুলাই মাসে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে প্রাদেশিক রাজধানী মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের রায়গড় জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত বৃহস্পতিবার রায়গড় জেলায় তিনটি ভূমিধসের ঘটনা ঘটে। শতাধিক মৃত্যুর মধ্যে কেবল এই তিন ভূমিধসেই ৩৬ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়াও কয়েকশ ঘরবাড়ি বন্যার পানিতে ভেসে গেছে, ফলে গৃহহীন হয়ে পড়েছে শত শত মানুষ।
আরও পড়ুনঃ জার্মানি ও বেলজিয়ামে বন্যায় ১২৫ জনের মৃত্যু, বহু নিখোঁজ
রায়গড় জেলার কালেক্টর নিধি চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘ভূমিধসের ঘটনায় তালিয়ে গ্রামে ৩২ জন এবং মাহাদ শহরে চারজন মারা গেছে। উদ্ধার অভিযান এখনও অব্যহত রয়েছে।’
ভারী বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত পার্শ্ববর্তী সাতারা জেলায় গত ২৪ ঘণ্টায় প্রায় ২৭ টি লাশ উদ্ধার করা হয়েছে।