ভারতে চলতি বছরের জানুয়ারি মাসে বেকারত্বের হার কিছুটা কমে ছয় দশমিক ৫৭ শতাংশে এসেছে। গত বছরের মার্চ থেকে এটিই দেশটিতে সর্বনিম্ন বেকারত্বের হার।
করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ কমতে থাকায় ভারত বিধিনিষেধ শিথিল করায় ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে।
বৃহস্পতিবার দেশটির বেসরকারি সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই) এর মাসিক পরিসংখ্যানে এসব তথ্য প্রকাশ করেছে।
সিএমআইই এর তথ্যমতে, জানুয়ারি মাসে ভারতের শহরাঞ্চলে বেকারত্বের হার আট দশমিক ১৬ শতাংশ এবং গ্রামে এ হার পাঁচ দশমিক ৮৪ শতাংশ।
আরও পড়ুন: ভারতে দেশীয়ভাবে নির্মিত সাবমেরিনের পরীক্ষামূলক সমুদ্রযাত্রা
এতে আরও বলা হয়, গত ডিসেম্বর মাসে বেকারত্বের হার ছিল সাত দশমিক ৯১ শতাংশ। শহরে ৯ দশমিক ৩০ শতাংশ এবং গ্রামে সাত দশমিক ২৮ শতাংশ বেকারত্ব ছিল।
জানুয়ারি মাসে ভারতের তেলেঙ্গানা রাজ্যে সর্বনিম্ন বেকারত্বের হার শূন্য দশমিক ৭ শতাংশ ছিল। তারপরে যথাক্রমে গুজরাট (১ দশমিক ২ শতাংশ), মেঘালয় (১ দশমিক ৫ শতাংশ) এবং ওডিশা (১ দশমিক ৮ শতাংশ)।
এ সময়ে হরিয়ানায় সর্বোচ্চ বেকারত্বের হার ছিল ২৩ দশমিক ৪।
সিএমআইই এর মহাপরিচালক মহেশ ব্যাস তার ডিসেম্বর মাসের তথ্য বিশ্লেষণে বলেছেন, ৩৫ মিলিয়ন মানুষ ২০২১ সালের ডিসেম্বর মাসে কাজের অনুসন্ধান করছিলেন। এদের মধ্যে ২৩ শতাংশ বা ৮ মিলিয়ন নারী।
আরও পড়ুন: আবারও তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা