ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিউপোলের আজভস্টাল ইস্পাত কারখানায় হামলা জোরাদার করেছে রাশিয়ান বাহিনী।
মারিউপোলের মেয়র জানিয়েছেন, আজভস্টাল ইস্পাত কারখানায় প্রচণ্ড লড়াই চলছে। ধ্বংসপ্রাপ্ত এই বন্দর নগরীটি ইউক্রেনীয় প্রতিরোধের শেষ শক্ত ঘাঁটির প্রতিনিধিত্ব করছে।
ইউক্রেনীয় সামরিক ইউনিটের কমান্ডার বলেছেন, রাশিয়ান সৈন্যরা কারখানার ভেতরে প্রবেশ করেছে।
রাশিয়ান সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইউক্রেন জুড়ে পাঁচটি রেলস্টেশনে বৈদ্যুতিক শক্তি সুবিধা ধ্বংস করার জন্য সমুদ্র এবং বায়ুচালিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
বুধবার রাতে সারা দেশের শহরগুলোতে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং রাজধানী কিয়েভের নিকটবর্তী, মধ্য ইউক্রেনের চেরকাসি এবং ডিনিপ্রো এবং দক্ষিণ-পূর্বে জাপোরিঝিয়াতে হামলার খবর পাওয়া গেছে।
ডিনিপ্রো কর্তৃপক্ষ জানিয়েছে, একটি রেল স্টেশনে হামলা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যাচ্ছে সেখানে একটি সেতুতে হামলা হয়েছে।
তবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে হামলার প্রতিক্রিয়ায় রাতের ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘যুদ্ধক্ষেত্রে এই সমস্ত অপরাধের আইনগতভাবে এবং বাস্তবিকভাবে শক্ত জবাব দেয়া হবে।’
অপরদিকে, আগামী ৯ মে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে 'সর্বাত্মক যুদ্ধ' ঘোষণা করবে-এরকম একটি জল্পনা নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
পেসকভ বলেন, এমনটা হওয়ার কোন সম্ভাবনা নেই এবং এসব জল্পনা অর্থহীন।
রাশিয়া এই দিনটিকে ১৯৪৫ সালে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের 'বিজয় দিবস' হিসেবে পালন করে থাকে।