শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বুধবার বিক্ষোভের ঘটনায় একজন নিহত ও ৮৪ জন আহত হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্মকর্তারা।
বিবিসির সূত্রমতে, পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করলে শ্বাসকষ্টে ২৬ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান।
প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়।কিন্তু এই সিদ্ধান্ত আরও বিক্ষোভের সূত্রপাত করে।
একজন সামরিক মুখপাত্র বিবিসিকে বলেছেন, আহতদের মধ্যে একজন সৈনিক ও পুলিশ কর্মকর্তাও আছেন।তিনি অভিযোগ করেছেন যে গোলাবারুদ সহ একটি অ্যাসল্ট রাইফেল একজন বিক্ষোভকারী চুরি করেছে যা এখনও উদ্ধার করা হয়নি।
এদিকে দেশটিতে চলমান কারফিউ শুক্রবার পর্যন্ত থাকবে বলে সরকার এক বিবৃতিতে জানিয়েছে।
আরও পড়ুন: বিক্ষোভকারীদের বিরুদ্ধে শ্রীলঙ্কায় সংসদ ভবনে সেনাবাহিনীর ব্যারিকেড
শ্রীলঙ্কায় দেশব্যাপী কারফিউ জারি করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট