সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা-চট্টগ্রাম দুই পুঁজিবাজারে সূচকের পতন হলেও গতদিনের তুলনায় বেড়েছে লেনদেন। সোমবার (২৭ জানুয়ারি) লেনদেনের প্রথম ঘণ্টা থেকেই সূচক কমতে থাকে দুই পুঁজিবাজারে। বিনিয়োগকারীরা বড় ধসের শঙ্কা করলেও দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২ পয়েন্ট।
ডিএসইর অন্য দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস এবং ডিএস-৩০ এ আসেনি তেমন কোনো পরিবর্তন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ২৯ পয়েন্ট। চট্টগ্রামের বাজারে সূচক কমলেও এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৯ কোটি ১৩ লাখ টাকা।
সিএসইতে দিন শেষে মোট ৩২ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সারাদিনের লেনদেনে দাম বেড়েছে ৬৪, কমেছে ১০৫ এবং অপরিবর্তিত আছে ২০ কোম্পানির শেয়ারের দাম।
আরও পড়ুন: প্রথম কার্যদিবসে বড় পতনের মুখে দেশের দুই পুঁজিবাজার
ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৯৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪০, কমেছে ১৭৮ এবং অপরিবর্তিত আছে ৮১ কোম্পানির শেয়ারের দাম।
এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ৭৯ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০৪ এবং অপরিবর্তিত আছে ৩৭ কোম্পানির শেয়ারের দাম। ‘বি’ ক্যাটাগরিতে ২৫ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৯ এবং অপরিবর্তিত আছে ১৬ কোম্পানির শেয়ারের দাম।
সূচক কমলেও তুলণামূলক ভালো অবস্থানে আছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। ৮৫ জেড ক্যাটাগরির কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩২, কমেছে ২৫ এবং ২৮ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত আছে।
মিচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬, কমেছে ১৬ এবং অপরিবর্তিত আছে ১৫ কোম্পানির শেয়ারের দাম।
সোমবার ব্লক মার্কেটে ৩৭ কোম্পানির ৪১ লাখ ৯৬ হাজার শেয়ার ৩৫ কোটি ১৮ লাখ টাকায় বিক্রি হয়েছে।
ডিএসইতে মোট ৩৪৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিনের তুলনায় ২৬ কোটি টাকা বেশি।
ঢাকার পুঁজিবাজারে দরবৃদ্ধিতে শীর্ষে আছে শার্প ইন্ডাজট্রিজ পিএলসি। একদিনে কোম্পানিটির শেয়ারের দাম ৯ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে দরপতনে শীর্ষে উঠে এসেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানির শেয়ারের দাম কমেছে ৬ শতাংশের বেশি।
ডিএসইতে সারাদিনের লেনদেনে বিনিয়োগকারীদের গত বছর তৃতীয় প্রান্তিকের লভ্যাংশ দিয়েছে ৯ কোম্পানি।
এর মধ্যে সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড শেয়ারপ্রতি ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। বিগত এক মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি সর্বোচ্চ দাম উঠেছিল ৫৯৫ টাকা এবং সর্বনিম্ন ১২১ টাকা ২০ পয়সায় নেমে এসেছিল। সোমবার সর্বশেষ কোম্পানিটির শেয়ার ১৩২ টাকায় লেনদেন হয়েছে।
আরও পড়ুন: প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে সবকটি সূচকের পতন
অন্যান্য কোম্পানির মধ্যে ক্রাউন সিমেন্ট পিএলসি ২১ শতাংশ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি ১৬ শতাংশ, আর্গন ডেনিমস লিমিটেড ১০ শতাংশ, এপেক্স ট্যানারি লিমিটেড ৫ শতাংশ, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড ৩ শতাংশ, এভিন্স টেক্সটাইল লিমিটেড ২ দশমিক ৫০ শতাংশ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড ২ শতাংশ এবং লেগ্যাসি ফুটওয়্যার লিমিটেড শেয়ারপ্রতি ১ শতাংশ হারে লভ্যাংশ দিয়েছে।
এর বাইরে তালিকাভুক্ত কোম্পানির বেস্ট হোল্ডিংস লিমিটেডের নাম বেস্ট হোল্ডিং পিএলসিতে পরিবর্তন করার অনুমোদন দিয়েছে ডিএসই।