বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় সরবরাহ বাড়াতে ও দাম স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (৩০ অক্টোবর ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী আমদানিকারকদের অনুমতির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে আলুর দাম বেড়েছে।
আরও পড়ুন: আলু আমদানির বিপক্ষে কৃষি মন্ত্রণালয়
এর আগে গত ১৪ সেপ্টেম্বর আলুর সর্বোচ্চ খুচরা দাম ৩৫ থেকে ৩৬ টাকা কেজি নির্ধারণ করে দেয় মন্ত্রণালয়।
তবে আলুর জন্য সরকার নির্ধারিত দাম দেড় মাস পেরিয়ে গেলেও কার্যকর হয়নি।
আরও পড়ুন: সরকার নির্ধারিত দামে এখনো বিক্রি হয় না পেঁয়াজ-আলু ও ডিম