বাংলাদেশ ব্যাংক(বিবি) মঙ্গলবার হঠাৎ করেই আন্তব্যাংক লেনদেনে ইউএস ডলারের মূল্য পরিবর্তন করেছে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, আন্তব্যাংক লেনদেনে ডলারের বিক্রয়মূল্য মঙ্গলবার ছিল ১০৬ দশমিক ১৫ টাকা। আর আন্তব্যাংকিং লেনদেনে ডলারের ক্রয়মূল্য ১০১ দশমিক ৬৭ টাকা ছিল।
কিন্ত এটি কেন্দ্রীয় ব্যাংকের দর ছিল না। এটি ডলার ব্যবসায়ী ও তাদের সঙ্গে ব্যাংগুলোর দর। ব্যাংকগুলো যে দরে ডলার কেনা-বেচা করে তাকে আন্তব্যাংক দর বলে।
আরও পড়ুন: চাল রপ্তানিতে ২০ভাগ শুল্ক আরোপ করল ভারত
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের যে দামে ডলার বেচা-কেনা করত তাকে আন্তব্যাংক দর উল্লেখ করেছিল। বিবি সেই দর ওয়েবসাইটে প্রকাশ করেছিল।
কিন্তু মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক হঠাৎ করে ডলারের দামের মূল্য পরিবর্তন করেছে। গত রবিবার তাদের ওয়েবসাইটে ডলারের বিক্রয়মূল্য দেখানো হয়েছিল ৯৫ টাকা। গত সোমবার ডলারের মূল্য ১ টাকা বেড়ে হয় ৯৬ টাকা হয়।
মঙ্গলবার বিবি’র ওয়েবসাইটে ডলারের বিক্রয় মূল্য দেখাচ্ছে সর্বোচ্চ ১০৬ টাকা। আর ক্রয়মূল্য দেখাচ্ছে ১০২ টাকার মধ্যে।
যাইহোক, আজকেও বিবি বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ৪ দশমিক ৫ কোটি ডলার ৯৬ টাকা দরে বিক্রি করেছে।
পড়ুন: ব্রোকার সেবা প্রদানে এশিয়া সিকিউরিটিস ও এশিয়ান টাইগার ক্যাপিটালের সমঝোতা স্মারক সই
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ব্যাংকগুলো যে দামে ডলার ক্রয়-বিক্রয় করবে সেটাই হবে আন্তব্যাংক দর। যা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে কেন্দ্রীয় ব্যাংক এ দরে বিক্রি করবে না।
বিবির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম ইউএনবিকে বলেন, ‘গতকাল ডলারের দাম বৃদ্ধি করে ৯৬ টাকা করা হয়েছিল। আজও কেন্দ্রীয় ব্যাংক এই দামেই ডলার বিক্রি করেছে।’
কেন ওয়েবসাইটে ডলারের দাম এত বেশি দেখানো হচ্ছে তা তিনি জানেন না।
আরও পড়ুন: ২৫ আগস্ট পর্যন্ত ব্যাংকগুলোতে রেমিট্যান্স এসেছে ১.৭২ বিলিয়ন ডলার