বিশ্বের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আন্তর্জাতিক বিভাগের নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন শামেরন আবেদ। আগামী আগস্টের ১ তারিখ থেকে তিনি দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুনঃ বিদেশ ফেরত ৪৭ শতাংশেরই কাজ জোটেনি: ব্র্যাক
নির্বাহী পরিচালক হিসেবে শামেরান ব্র্যাক ইন্টারনেশনালের ২০৩০ এর মধ্যে ২৫০ মিলিয়ন সুবিধাবঞ্চিত নারী, তরুণ এবং দরিদ্র মানুষকে সহায়তা এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের ক্ষেত্রে কৌশলগত এবং কার্যকরী ভূমিকা রাখবেন। এছাড়াও তিনি ব্র্যাক ইন্টারনেশনালের ক্ষুদ্র ঋণ প্রকল্পের নেতৃত্ব দিবেন।
আরও পড়ুনঃ দেশের সড়ক নিরাপত্তা উন্নয়নে বিশ্বব্যাংক ব্র্যাকের সমঝোতা
শামেরান বলেন, 'আমরা যেহেতু মহামারির কারণে নজিরবিহীন চ্যালেঞ্জ মোকাবিলা করছি, যেটা আমাদের পুনরায় মনে করিয়ে দিচ্ছে বিশ্বের প্রান্তিক জনগোষ্ঠীকে দারিদ্র্যের হাত থেকে রক্ষার জন্য দীর্ঘস্থায়ী এবং স্থিতিশীল অবস্থান তৈরি কতোটা প্রয়োজনীয়'।
শামেরান ২০০৯ সালে ব্র্যাকে যুক্ত হন। পরবর্তীতে ২০১২ সালে ব্র্যাকের আন্তর্জাতিক বিভাগে কাজ শুরু করেন।
আরও পড়ুনঃ বিদেশফেরত ৮৭ শতাংশের আয়ের কোনো উৎস নেই: ব্র্যাক
উল্লেখ্য, শামেরান আমেরিকার হ্যামিল্টন কলেজ থেকে অর্থনীতির ওপর স্নাতক অর্জন করেন এবং যুক্তরাজ্য থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন।