দিনাজপুরের হিলিতে করোনার সংক্রমণ না কমায় কঠোর বিধিনিষেধ আরও সাত দিনের বাড়িয়েছে উপজেলা প্রশাসন। তবে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে।
মঙ্গলবার সকাল ৬টা থেকে কঠোর বিধিনিষেধ কার্যকর শুরু হয়ে চলবে আগামী ২৮ জুন রাত ১২ পর্যন্ত।
আরও পড়ুন: হিলি সীমান্তে এয়ার রাইফেলের ৪০ হাজার গুলি উদ্ধার
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলমের সভাপতিত্বে সোমবার বিকালে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সময় বাড়িয়ে নতুন বিধিনিষেধের সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সতর্কতা
ওই বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলি হলো-হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি চালু থাকবে, হাট-বাজারে কাঁচাবাজার ও মুদিখানা দোকান সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে, মাস্ক ছাড়া চলাচল করলে জরিমানা করা হবে, বিকাল ৪টার পর জরুরি সেবা ব্যতিত কোন দোকানপাট ও প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না, বিকাল ৪টার পর অযথা চলাফেরা করা যাবে না, মাস্ক ছাড়া ক্রয়- বিক্রয় করা যাবে না, কেউ করোনায় আক্রান্ত হলে তার বাড়ি লাল পতাকা দিয়ে লকডাউন করা হবে, করোনায় আক্রান্ত কেউ বাড়ির বাইরে যেতে পারবে না এবং গ্রামে-গ্রামে গিয়ে মেডিকেল টিম করোনা পরীক্ষা করবে।
আরও পড়ুন: হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের ঈদের শুভেচ্ছা বিনিময়
বৈঠকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান, থানার ওসি ফেরদৌস ওয়াহিদ, পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক, বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজসহ অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রিফাত হত্যায় জড়িতদের পালানো ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি