দীর্ঘ ৭৯ দিন বন্ধ থাকার পর বুড়িমারী স্থলবন্দর বুধবার সকালে চালু হলেও দুপুরেই আবার বন্ধ করে দিয়েছে ভারতীয় লোকজন।
বুড়িমারী স্থলবন্দরের পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, দুপুরের পর ভারতের লোকজন বাংলাদেশি ট্রাক ঢুকতে বাধা দেয়ায় স্থলবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
স্থানীয় লোকজন জানান, সকালে থেকে পণ্যবাহী বাংলাদেশি ২৫টি ট্রাক ভারতে ঢুকে এবং ভারত থেকে ৪৫টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। দুপুরের পর বুড়িমারী স্থলবন্দরের অপর পাশে চ্যাংরাবান্ধা স্থলবন্দর এলাকার লোকজন করোনা আতঙ্কে জড়ো হয়ে বাংলাদেশি ট্রাক ঢুকতে বাধা দেয়। ফলে চ্যাংরাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ বন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়।
বুড়িমারী স্থলবন্দর ব্যবসায়ী সমিতির সম্পাদক আবু সাঈদ নেওয়াজ নিশাত বলেন, চালু হওয়া স্থলবন্দর কী কারণে বন্ধ হলো তা নিয়ে ভারতীয় ব্যবসায়ীদের সাথে কথা বলা হচ্ছে।