বাংলাদেশের পোশাক শিল্পের অবস্থান তুলে ধরতে মিডিয়ার কাছে সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স। অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। কেননা বিশ্বকে দেখানোর মতো এ শিল্পের প্রচুর ‘অর্জন ও ইতিবাচক গল্প’ আছে।
তিনি বলেন, পোশাক শিল্পের বিকাশে সাংবাদিকদের অবদান কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। গার্মেন্টস সেক্টরের গৌরবময় যাত্রা, বিশেষ করে স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গনে এই শিল্পের ভাবমূর্তি উন্নয়নে আপনারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
শুক্রবার ঢাকা ক্লাবে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য বিজিএমইএ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ফারুক হাসান এসব কথা বলেন।
আরও পড়ুন: করোনাকালে ৩১৮ কোটি ডলারের ক্রয়াদেশ বাতিল হয়েছে: বিজিএমইএ
তিনি বলেন, ‘পোশাক শিল্পের প্রতি আপনাদের আন্তরিক সমর্থনের জন্য অনেক ধন্যবাদ,এটি এমন একটি খাত যা বাংলাদেশের আর্থ-সামাজিক পরিবর্তনে ব্যাপক অবদান রাখছে। যেটা লাখ লাখ মানুষের জীবনে পরিবর্তন এনেছে।’
বিজিএমইএ প্রধান বলেন, গত চার দশক ধরে বাংলাদেশের আর্থ-সামাজিক রূপান্তরে মহান ও গৌরবময় অবদান থাকা সত্ত্বেও, সেসব গল্পের বেশিরভাগই প্রায়ই অকথিত থেকে গেছে এমনকি পক্ষপাতদুষ্ট ও ভুল তথ্য দিয়ে নেতিবাচকভাবে শিল্পকে তুলে ধরা হয়েছে। যার ফলে শিল্প সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়েছে।
তিনি বলেন, বিশেষ করে কর্মক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশগত স্থায়িত্ব এবং শ্রমিকদের কল্যাণে শিল্পের অবস্থান তুলে ধরার এখনই উপযুক্ত সময়। বিশ্বের মর্যাদাপূর্ণ ব্র্যান্ড হিসেবে ‘মেড ইন বাংলাদেশকে’ তুলে ধরতে সাংবাদিকদের একটি বড় ভূমিকা পালন করতে হবে।
আরও পড়ুন: এলডিসি থেকে উত্তরণ নিয়ে পোশাক মালিকরা উদ্বিগ্ন নন: বিজিএমইএ সভাপতি