জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)বলেছেন, ‘অনিয়ন্ত্রিত সহিংসতার মধ্যে নির্বাচন সুষ্ঠু হতে পারে না।’
নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আসমা আশরাফের ওপর হামলার নিন্দা ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে তিনি এই মন্তব্য করেছেন।
আরও পড়ুন: অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ জিএম কাদেরের
শুক্রবার জিএম কাদের এক বিবৃতিতে বলেন, নির্বাচনের শুরু থেকেই আসমা আশরাফের ওপর হামলা চালিয়ে আসছে সরকার সমর্থকরা।
সরকারপন্থী এসব লোকের কর্মকাণ্ড নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত করছে বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় উপনেতা কাদের।
জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুও জাতীয় পার্টির নেত্রী আসমার ওপর হামলার নিন্দা জানিয়েছেন।
আরও পড়ুন: ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে জিএম কাদেরের সাক্ষাৎ
নির্বাচনের আগে প্রগতিবিরোধী দলের শাসন অশনি সংকেত: জিএম কাদের