বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কারের পথ ধরে বাংলাদেশ নির্বাচনি রোডম্যাপে এগিয়ে যাবে।
তিনি বলেন, ‘এই সরকারের কিছু কর্মকাণ্ড সবার কাছে সফলতা হিসেবে বিবেচিত নাও হতে পারে। কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সবার ব্যর্থতা এবং বাংলাদেশের গণতন্ত্রপন্থী মানুষের ব্যর্থতা। তাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।’
আরও পড়ুন: শিক্ষার্থী-আন্দোলনকারীদের তারেক রহমানের অভিনন্দন
বিএনপির এই নেতা বলেন, তবে বর্তমান সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ হয়ে না দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরও সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন: তারেক রহমানের সাবেক পিএস অপু জামিনে মুক্ত
বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে।
তিনি বলেন, মাফিয়া চক্রের প্রধান হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের সুবিধাভোগী ও অশুভ শক্তি প্রশাসনের ভেতর থেকে বা রাজনীতির ছদ্মবেশে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া অব্যাহত রেখেছে।
তারেক বলেন, দেশ-বিদেশের নানা উসকানিতে জনগণ সরকারকে ব্যর্থ হতে দেবে না।
তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজার হাজার শহীদের সর্বোচ্চ আত্মত্যাগ এবং লাখো মানুষের গণঅভ্যুত্থানের ফসল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার দলের নেতাকর্মীদের তাদের কাজের মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের আহ্বান জানান।
আরও পড়ুন: বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্রদল নেতার খোঁজ নিলেন তারেক রহমান
তিনি বলেন, 'আমি বলতে চাই, দেশ সংস্কারের পথ ধরে নির্বাচনি রোডম্যাপে থাকবে। তাই আসুন আমরা সবাই কাজের মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করি। আমাদের উচিত জনগণের পাশে দাঁড়ানো এবং আমাদের সঙ্গে রাখা।